শিক্ষা-সাহিত্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ০১ সেপ্টেম্বর থেকে।

সোমবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিনরাত যে কোন সময় এমন কি বন্ধের দিনও ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এছাড়াও সভায় ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close