দেশজুড়েপ্রধান শিরোনাম

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৯ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে হাছিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছিনা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মহাসড়কের বাতিসা এলাকায় এসে উল্টে যায়। এতে বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাছিনা বেগম নামে এক নারীকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close