দেশজুড়ে
কুমিল্লায় মানববন্ধন; ‘ধানের লাভজনক দাম দাও’
কুমিল্লা প্রতিবেদক: কৃষকের ধানের লাভজনক দাম না দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ মে) কুমিল্লার কান্দিরপাড়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, ক্ষেতমজুর সমিতি, কুমিল্লা জেলা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির জেলার সাধারণ সম্পাদক পরেশ করের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক-সুজন চক্রবর্তী, সভাপতি- জুনায়েদ রায়হান মিয়াজী,ক্ষেতমজুর সমিতির নেতা- সুধাংশ নন্দী, বীর মুক্তিযোদ্ধা – কমরেড সুজাত আলী, বিকাশ দেব এবং বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আর কোন কৃষককে যেন আত্মহত্যা না করতে হয়। কৃষককে ধানের লাভজনক দাম দেওয়ার জোর দাবি জানানো হয়।