দেশজুড়ে

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা সংলগ্ন এলাকায় চট্টগ্রাম মুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও বালু বাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলো। এসময় অপর দিক থেকে একটি ট্রাক রাস্ত পাড় হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close