দেশজুড়ে
কুমিল্লায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪
ঢাকা অর্থনীতি ডেস্ক: কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলাধীন কেশমপাড় নামক এলাকায় দোয়েল সুপার ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আর ১২ যাত্রী আহত হয়েছে। নিহতের সকলেই দোয়েল সুপার বাসের যাত্রী ছিল।
বৃস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলাধীন বাগমারা ইউনিয়নের কেশমপাড় এলাকায় একটি ট্রাককে কুমিল্লা থেকে ছেড়ে আসা দোয়েল সুপার নামক যাত্রীবাহি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। নিহতরা সকলে দোয়েল সুপার বাসের যাত্রী বলে জানা যায়।
দূর্ঘটনার খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলেন লালমাই উপজেলার হাসিনা আক্তার (৩৫) একই উপজেলার নুরজাহান বেগম (৪৭),বরুড়া উপজেলার আবুল বাশার (৩৭) ও আলী হোসেন (৬৭)।
এ ব্যাপারে লালমাই ফাড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।