দেশজুড়ে
কুমিল্লায় প্রাইভেটকার খালে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩ জন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের কোরবানপুর সড়কে একটি প্রাইভেটকার খালের পানিতে পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউপির জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তার স্ত্রী ও গাড়ির চালক আব্দুর রহমান।
নিহত গাড়িচালক আব্দুর রহমান নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর শিশুর জুতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শিশুটি গাড়ি থেকে ছিটকে পড়ে খালের পানিতে তলিয়ে গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
/এন এইচ