⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗২৩০ কার্টুন সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ বিমানযাত্রী আটক | ঢাকা অর্থনীতি
দেশজুড়েপ্রধান শিরোনাম

২৩০ কার্টুন সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ বিমানযাত্রী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর রবিউল আলম নামের এই যাত্রীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৩০ কার্টুন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ নামের যৌন উত্তেজক স্প্রে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী রবিউল আলমের লাগেজ স্ক্যানিংয়ের সময় তার লাগেজে সন্দেহজনক পণ্য আছে বলে সন্দেহ হয়। এরপর লাগেজ খুলে তল্লাসী চালালে লাগেজের ভিতর ২৩০ কার্টুন (৪৪ হাজার শলাকা) বিদেশী সিগারেট এবং ৫০ বোতল যৌন উত্তেজক স্প্রে উদ্ধার করা হয়। পরে এই যাত্রীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close