শিক্ষা-সাহিত্য
কুমিল্লার যে স্কুলে সবাই ফেল করেছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলার দক্ষিণ নাওতলা প্রাথমিক বিদ্যালয় থেকে এবার সমাপনী পরীক্ষায় অংশ নেয় দশ শিক্ষার্থী। কিন্তু সবাই ফেল করেছে।
মঙ্গলবার ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, চান্দিনায় ১৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার ৮৬৬ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন। কিন্তু নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এই স্কুলে তারা সবাই বিজ্ঞানে ফেল করেছে। অন্য কোন স্কুলে এ রকম খারাপ ফল হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
/আরএম