দেশজুড়ে

কুমিল্লার ঘটনা নিয়ে প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লার ঘটনা পরিকল্পিত, যারা দেশের বিরুদ্ধে কাজ করে সেই অপশক্তিই এই ঘটনা ঘটিয়েছে। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমার দলেরও যদি কেউ জড়িত থাকে সেও ওই অপশক্তির অংশ; তাকেও ছাড় দেওয়া হবে না।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ আরও অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর বেশ কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Close
Close