আশুলিয়াখেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়েস্থানীয় সংবাদ
কুইন্স ব্যাটন সাভারের বিকেএসপি পরিভ্রমন
নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ গেমসের রীতি অনুযায়ী যুক্তরাজ্যের রাণির শুভেচ্ছা বার্তা নিয়ে পরিভ্রমনের অংশ হিসাবে বাংলাদেশে আসা কুইন্স ব্যাটন সাভারের বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ভ্রমন করেছে ।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুইন্স ব্যাটন বহনকারী দল গাড়ি বহর নিয়ে সাভারের বিকেএসপিতে পৌছায়। সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাগন। এসময় বিকেএসপির মহাপরিচালক-কর্মকর্তারা দলটিকে বরন করে নেন।
পরে কুইন্স ব্যাটন নিয়ে বিকেএসপির শিক্ষার্থী ও কর্মকর্তারা একটি র্যালী করেন। আনুষ্ঠানিকতা শেষে কুইন্স ব্যাটন বহনকারী দল দুপুরে বিকেএসপি ত্যাগ করে।
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ২৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এবারের কমনওয়েলথ গেমস। তারই অংশ হিসেবে যুক্তরাজ্যের রাণির শুভেচ্ছা বার্তা নিয়ে কমনওয়েলভুক্ত ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে গতকাল শ্রীলংকা থেকে ব্যাটনটি ২৬তম গন্তব্য বাংলাদেশে এসেছে। বাংলাদেশ পরিভ্রমণ শেষে কুইন্স ব্যাটন আগামী ১০ জানুয়ারি ভারতে যাওয়ার কথা রয়েছে।