বিশ্বজুড়ে

কিয়েভে বিশাল মাঠে সেনাদের জন্য গণরান্না

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে সেনা ও নাগরিকদের জন্য বিশাল মাঠে রান্নার আয়োজন করেছে রাজধানী কিয়েভের স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাসহ অনেক স্বেচ্ছাসেবী এই রান্নার আয়োজনে অংশ নিয়েছে।

কিয়েভের সামরিক ঘাঁটির কাছেই আয়োজন করা হয় এই রান্নার।

বিশাল মাঠে চলছে রান্নার আয়োজন। যেন বিশাল এক কর্মযজ্ঞ। বানানো হয়েছে অনেকগুলো চুলা আর সেগুলোতেই রান্না করা হচ্ছে নানা পদের খাবার।

মূলত রাজধানী কিয়েভের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্য, হাসপাতালসহ স্থানীয় নাগরিকদের জন্য রান্না করা হবে এখানে।

ছোট একটি তাঁবুর মধ্যে শুরুর পর এখন বিশাল মাঠে আয়োজন করা হয়েছে রান্নার। অন্তত ১০০ স্বেচ্ছাসেবী রান্না করছে এখানে। সেখানে সবার জন্য স্যুপ, সবজিসহ নানা পদের খাবার রান্না করা হচ্ছে।

যখন সম্মুখযুদ্ধে সেনারা লড়ছে দেশের জন্য ঠিক তখনি পেছন থেকে এমন আয়োজনের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করে যাচ্ছে সাধারণ নাগরিকসহ স্বেচ্ছাসেবীরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close