দেশজুড়েপ্রধান শিরোনাম

কিশোর গ্যাংয়ের ৪৮ সদস্য গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাবের দল। বিভিন্ন বয়সের ও বিভিন্ন এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। গ্যাংয়ের নামে অপরাধমুলক কর্মকান্ডে তারা জড়িত রয়েছে।

বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তেজগাঁও, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত কিশোর গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এরা বিভিন্ন নামে এলাকায় গ্যাং চালাতো। তারা গ্যাং তৈরি করে নানারকম বেআইনি কাজ করে আসছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ‘গ্রেপ্তার কিশোররা মাদক বিক্রি, ছিনতাইসহ একাধিক অপরাধে জড়িত। এদের, ছিনতাই ও মাদক বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। যে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।’ এই কিশোরদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশোধনাগারে থাকার মাধ্যমে তারা মাদক ও অপরাধ চক্র থেকে বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করে সারোয়ার আলম।

Related Articles

Leave a Reply

Close
Close