দেশজুড়ে

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীরকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭জুলাই) দুপুরে কক্সবাজার সদর থানার পুলিশ কক্সবাজার শহর থেকে তাকে গ্রেফতার করে।

মো. আলমগীর মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করতেন মো. আলমগীর। এবারও এক কিশোরীকে ধর্ষণ করিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে যান তিনি। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্ট থাকায় ইউপি সদস্য মো. আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close