দেশজুড়ে
কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ আগস্ট) রাতে ওই কিশোরী বাসার পাশের দোকানে তেল কিনতে গেলে স্থানীয় চার বখাটে যুবক তাকে জোর করে তুলে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কিশোরীর মা বাদী হযে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ফতুল্লার জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ ও রাজনসহ চারজন তার পথরোধ করে। এরপর তারা ওই কিশোরীকে রাস্তা থেকে তুলে পাশের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সেখানেই তাকে ফেলে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।