দেশজুড়ে
কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২০ মে) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সংবাদমাধ্যমে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।