বিশ্বজুড়ে
কাশ্মীর ফেরত শ্রমিকদের ৫০ হাজার করে টাকা দেবে মমতা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাশ্মীর থেকে যাঁরা কাজ ছেড়ে রাজ্যে ফিরে এসেছেন সেসব শ্রমিকদের পাশে দাঁড়াল কলকাতা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে জম্মু ও কাশ্মীর থেকে কাজ ছেড়ে চলে আসা ১৩৩ জন শ্রমিককে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
পাশাপাশি যেসব শ্রমিকদের নিজেদের বাড়ি নেই সরকার তাঁদের “বাংলার বাড়ি” প্রকল্পের আওতায় বাসস্থান দেবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার কাশ্মীর থেকে আসামের ৫ জন সহ মোট ১৩৮ জন শ্রমিক কলকাতায় ফেরেন, তাঁদের জন্যে জম্মু তাওয়াই এক্সপ্রেসে একটি বিশেষ কোচের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। জানা গেছে, জীবিকা নির্বাহের জন্য়েই কাশ্মীরে গেছিলেন তাঁরা। কিন্তু সম্প্রতি যেভাবে সন্ত্রাসহানায় সেখানে ৫ শ্রমিকের মৃত্যু হয় তারপরেই উপত্যকা থেকে নিজের রাজ্যে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।
“সোমবার কাশ্মীর থেকে দেশে ফিরে আসা ১৩৩ জন শ্রমজীবী মানুষকে আমরা এককালীন আর্থিক সহায়তা হিসাবে ৫০,০০০ টাকা সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি যাতে তাঁরা নিজেদের জীবন নতুন করে শুরু করতে পারেন। আমি এ বিষয়ে মুখ্যসচিব এবং অর্থসচিবের সঙ্গেও কথা বলেছি”, বলেন মুখ্যমন্ত্রী।
বেশিরভাগ শ্রমিকরাই বীরভূম, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। তাঁরা কাশ্মীরে প্লাইবোর্ড কারখানা এবং আপেল বাগানে কাজ করতেন । সেখানে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বেতন পেতেন ওই শ্রমিকরা।
/আরএম