বিশ্বজুড়ে
কাশ্মির সীমান্তে পাকিস্তানের বিপুল সেনা মোতায়েন
ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তান এবার কাশ্মির সীমান্তে বিপুল সেনা মোতায়ন করলো। এলওসি (লাইন অব কন্ট্রোল) থেকে ৩০ কিলোমিটার দূরে প্রায় ২ হাজার সেনা মোতায়ন করেছে পাকিস্তান সেনাবাহিনী।
আর এমন খবর পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সীমান্তে উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে।
এরমধ্যে, প্রতিদিনই দুই পক্ষ থেকেই নিয়মিত বিরতিতে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে। একইসাথে উভয় পক্ষই সীমান্তে প্রতিনিয়ত ভারি গোলা বর্ষন করে আসছে।
ভারতীয় গণমাধ্যম দাবি করে, সীমান্তে সেনা মোতায়নের পাশাপাশি পাক সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল এসএসজি’র প্রায় ১০০ সেনাও মোতায়ন করা হয়েছে সীমান্তে।