খেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনাম
কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: কাল (১০ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর। ট্রফি উন্মোচন পর্ব দিয়ে শুরু হলো ২১তম জাতীয় ক্রিকেট লিগের আনুষ্ঠানিকতা। ক্রিকেটাররা আশা করছেন, এবারের এনসিলে মাঠের লড়াইটা হবে জমজমাট।
টায়ার ওয়ানের ম্যাচে ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে লড়বে রাজশাহী বিভাগ; খুলনা-রংপুর লড়াইটা হবে খুলনায়। রাজশাহীতে টায়ার টুয়ের ম্যাচে মুখোমুখি হবে বরিশাল-সিলেট। মিরপুরে একই টায়ারের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর লড়াই চট্টগ্রাম বিভাগের সাথে।
জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো হেডকোচের দায়িত্ব বুঝে পেয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। দায়িত্ব নিয়েই বেশ সিরিয়াস। দ্বিতীয় টায়ারের দল হওয়ার চট্টগ্রামের এবারে শিরোপার হিসেবে নেই। তবে আফতাবের টার্গেট, খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব আনা।
এনসিএলের এবারের আসরে শুরু থেকেই নিজেদের সেরাটা খেলতে চায় ঢাকা মেট্রো। তরুণ সাদমান ইসলাম আর জাতীয় দলের পরিক্ষীত মাহামুদউল্লাহ রিয়াদে ভরসা ওদের। রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা বিভাগ, দলে অবশ্য নেই তেমন বড় নাম। নাদিফ চৌধুরির সাথে পরিচিত মুখ হিসেবে আছেন শুভাগত হোম। জুবায়ের লিখন ও নাজমুল অপুর মতো ক্রিকেটাররা। প্রতিপক্ষ রাজশাহী দলে আছেন মুশফিকুর রহীম, তাইজুল-সাব্বিররা।
এবার খুলনা বিভাগের হয়ে খেলা ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদি মিরাজদের প্রতিপক্ষ রংপুর বিভাগের মেহেদি মারুফ-নাসির হোসেনরা। বরিশালের হয়ে খেলছেন মোসাদ্দেক সৈকত, শাহারিয়ার নাফিস, মোহাম্মাদ আশরাফুলরা। তাদের প্রতিপক্ষ সিলেটে আছেন অলক কাপালি, আবু জায়েদ রাহিরা।
চট্টগ্রামের প্রথম লড়াইটা মার্শাল আইয়ুবের দল ঢাকা মেট্রোর বিপক্ষে। এই ম্যাচের স্পটলাইট থাকবে চট্টগ্রামের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের ওপর। টানা অফফর্মের ধকল কাটিয়ে বিশ্রামে গিয়েছিলেন দেশসেরা এই ব্যাটসম্যান। চট্টগ্রামের বিপক্ষে এনসিএলের এই ম্যাচটা দিয়েই ফিরছেন তিনি।
/এসএম