রাজস্বশিল্প-বানিজ্য

কালো সোনা সাদা করার সুযোগ মাত্র ১০০০ টাকায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কালো সোনা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। ভরিতে এক হাজার টাকা দিয়ে অঘোষিত কিংবা মজুতকৃত সোনা শর্তসাপেক্ষে বৈধ করা যাবে। সোনা বৈধ করতে আয়কর এক হাজার টাকা ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (২৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন এনবিআরের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ভরি সোনা ও স্বর্ণালঙ্কারে এক হাজার টাকা, ক্যারেটপ্রতি হীরায় ৬ হাজার ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।

সেখানে আরও বলা হয়, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। সোনা, রুপা ও হীরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমিয়ে দেওয়া এ প্রজ্ঞাপন আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত সোনা, রুপা ও হীরা সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে।

 

Related Articles

Leave a Reply

Close
Close