দেশজুড়ে

কালিয়াকৈরে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ‘‘শিশু ও নারীর সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস গাজীপুর, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু।

কর্মশালায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল বেলাল, জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, সাংবাদিক সরকার আব্দুল আলিম, মেদিয়াশুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, চাপাইর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মমতাজ

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close