দেশজুড়েপ্রধান শিরোনাম

কালিয়াকৈরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে নুর গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার নুর গ্রুপের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ৩ তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার কর্তৃপক্ষ আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। আগুন নেভানোর সময় কারখানার কয়েকজন শ্রমিক আহতও হন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, খবর পেয়ে কালিয়াকৈর ও আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে মাত্র ১৫ দিনের ব্যবধানে একই বিল্ডিংয়ে ৩ বার অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক বলে মনে করেন স্থানীয়রা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close