দেশজুড়ে
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে আড়াই ঘন্টা আগুনে পুড়ল একটি তৈরি পোশাক কারখানার মালামাল। এঘটনায় কালিয়াকৈর ও সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
বুধবার (১৮ মে) সকাল ৯টায় দিকে উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রায়হান নীট কম্পোজিট নামে ওই কারখানার পাঁচতলায় সুতার গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশকালে হঠাৎ ওই ভবনের পাঁচতলায় সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এসময় শ্রমিকরা কারখানার ভেতরে থাকা অগ্নি নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সাভার ডিইপিজেডের ছয়টি ইউনিট টানা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
/এএস