দেশজুড়ে

কালিয়াকৈরে নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে রোববার রাতে পুলিশ এক নারী ধর্ষণের অভিযোগে শাকিল আহম্মদ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত যুবক একই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

একই গ্রামের এক নারী গত ১৫ এপ্রিল শাকিল আহম্মদের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার আসামী শাকিল আহম্মদকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১৫ এপ্রিল রাতে ওই নারীর ঘুমানোর কক্ষের সিদ কেটে ঘরে ঢুকে। পরে হাতপা বেধে জোড়পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।পরে নারী ডাক-চিৎকারে পাশের ঘরের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করান।

কালিয়াকৈর থানার এস আই মুক্তি মাহমুদ জানান, নারী ধর্ষণের অভিযোগে শাকিল আহম্মদকে গ্রেফতার করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close