দেশজুড়েপ্রধান শিরোনাম

কালিয়াকৈরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে মুক্তা দাস (১৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুক্তা দাস উপজেলার চাপাইর গ্রামের ভজন দাসের মেয়ে।

জানা যায়, দেড় বছর আগে প্রেমের মাধ্যমে একই উপজেলার সুত্রাপুর ইউনিয়নের নেপাল দাসের সাথে বিয়ে হয় মুক্তা দাসের। বিয়ের পর থেকেই স্বামী নেপাল দাস ও তার বাবা-মা এবং বোন যৌতুকের জন্য মুক্তার ওপর শারিরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয় নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ-বৈঠকও হয়েছে। বুধবার সকালে মুক্তার মা দিপালী দাস মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববতি নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়িতে এসে মুক্তা দাসকে দেখতে না পেয়ে ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে ঘরের বারান্দার বন্ধ দরজার ফাক দিয়ে উকি মেরে দেখতে পায় মেয়ে মুক্তা দাস ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে রয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close