গার্মেন্টসশিল্প-বানিজ্য

কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশনস লিঃ কারখানায় খাবার খেয়ে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সুইং সেকশনের শ্রমিকদের (১০ আগস্ট) নাইট ডিউটি করার সময় রাতের নাস্তা ডিম কলা কেক দেওয়া হয়। ওই খাবার খেয়ে শ্রমিকদের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে উপজেলা তানহা হেলথ কেয়ারে হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তানহা হেলথ কেয়ার হাসপাতালে ডাক্তার শাকিল আহমেদ জানান, ফুড পয়জনিংয়ের কারণে তাদের এই সমস্যা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। কারখানায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি মো.রেজাউল করিম রেজা জানান, সংবাদ পেয়েছি ওই কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close