দেশজুড়ে

কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় মঙ্গলবার (১২ মে) রাতে অজ্ঞাত (৪৫)এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুও অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি মঙ্গলবার (১২ মে) রাত মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে নিহতের লাশ পরে থাকার পর বেওয়ারিশ হিসেবে বুধবার (১৩ মে) দুপুরে তাকে আমবাগ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য রায়হান চৌধুরী জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যক্তিতে পড়ে থাকতে দেখে চিকিৎসার ব্যবস্থা করে। বিকেলে তার পরিচয় নিশ্চিতের জন্য ইউনিয়ন পরিষদের সামনে নেয়া হয় । সেখানেই তার মৃত্যু হয় । পরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে লাশ বিনা ময়না তদন্তে আমবাগ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আলমীর হোসেন মজুমদার জানান, ওই এলাকায় পাগলের মৃত্যুর খবর শুনেছি। পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close