দেশজুড়ে

কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’। এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে সংস্থার কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে পুনরায় সংস্থার কার্যালয়ে এসে শেষ হয়।

সংস্থার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার, নির্বাহী সদস্য মিলি বেগম, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ, সাংবাদিক জিল্লুর রহমান, খোরশেদ আলম, মীর সোহেল মিয়া, আশিকুর রহমান আশিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close