দেশজুড়েপ্রধান শিরোনাম

কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৩ মে) দুপুরে নুর গ্রুপের ‘রায়হান নিট কম্পোজিট’ নামে ওই কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের এ সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট নামে একটি কারখানার ৪ তলায় ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। এসময় খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close