দেশজুড়ে

কালারস অ্যাওয়ার্ড পেলেন সাত নারী উদ্যোক্তা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কালারস প্লাটিনাম বিজনেস উইম্যান-২০১৯ পুরস্কার পেলেন সাত নারী উদ্যোক্তা।  সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। প্লাটিনাম বিজনেস উইম্যান অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন রুমানা চৌধুরী। শনিবার সন্ধ্যায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ পুরস্কার দেয়া হয়।

তরুণ নারী উদ্যোক্তাদের চলার পথে সাহস জোগানোর পাশাপাশি আরও উৎসাহিত করতে কালারস প্লাটিনাম বিজনেস উইম্যান পুরস্কারের উদ্যোগ নেয় কালারস ম্যাগাজিন। বিজনেস এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সুসান খান মঈন।

এছাড়া, এসইমি এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার তানিয়া ওয়াহাব, ইনোভেটিভ প্রজেক্ট অব দ্য ইয়ার আমেনা খাতুন, স্টার্ট আপ অব দ্য ইয়ার তৃনা ফাল্গুনী, ইনোভেটিভ সলিউশন অব দ্য ইয়ার ইন আইটি ফাহমিদা ইসলাম এবং রাইজিং স্টার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন নাবিলা নওরীন ও নাহিদ শারমীন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সিটি ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. মারুফসহ বিভিন্ন বিশিষ্টজন ও অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। আর এই ধরনের আয়োজন তাদেরকে আরও উৎসাহিত করবে। এছাড়াও, বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি।

Related Articles

Leave a Reply

Close
Close