দেশজুড়েপ্রধান শিরোনাম

কারাগার থেকে মুক্তি পেলেন ভিয়েতনামফেরত ৪৭ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভিয়েতনাম ফেরত ৪৭ জন গাজীপুরের কাশিমপুর কারাগার থকে মঙ্গলবার দুপুরে মুক্তি পেয়েছেন। এর আগে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেয়া হয়েছে।

ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে সম্প্রতি ১০৬ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

ভিয়েতনাম থেকে ফেরত আসা ৪৭ জন আদালতের আদেশে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

তবে এ ২৭ জনসহ মোট ৪৭ জন মুক্তি পেয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

কারামুক্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ছনকান্দা এলাকার আব্দুর রহমান জানান, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ভগ্নীপতির কাছ থেকে ধার-দেনা করে ৩ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় দালালের মাধ্যমে ভিয়েতনাম গিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি। ওই দেশে যাওয়ার পর জানতে পারি আমার কাগজপত্র ঠিক নেই। পরে আমাকে জেলে পাঠানো হয়। তিন মাস পর জানতে পারি আমার মতো অনেকেই ওই দালালের প্রতারণার শিকার হয়েছেন।

পরে জানতে পারি ওই দেশ থেকে ১০৬ জনকে বাংলাদেশে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরত পাঠালেও পুলিশ আমাদেরকে কারাগারে পাঠায়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close