বিশ্বজুড়ে
কারাগারে আইএস জঙ্গিদের হামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার দূরে ভাখদাত শহরের কারাগারে রোববারের ওই দাঙ্গায় তিনজন কারারক্ষী ও ২৯ জন বন্দি নিহতের কথা জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়৷
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সাজাপ্রাপ্ত আইএস জঙ্গিরা ছুরি দিয়ে আক্রমণে যায়৷ সে সময় তাঁরা তিন জন কারারক্ষী ও পাঁচজন বন্দিকে হত্যা করে৷ ‘ভীতিকর পরিস্থিতি’ তৈরি করে কারাগার থেকে পালানোর জন্য চালানো হয় ওই হামলা৷
পরে দাঙ্গা থামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে৷
তাজিকিস্তানের বিশেষ বাহিনীর সাবেক প্রধানের ছেলে বেখরুজ গুলমুরদও ছিলেন দাঙ্গা সৃষ্টিকারীদের মধ্যে৷ ২০ বছর বয়সি গুলমুরদ চার বছর আগে আইএসের হয়ে যুদ্ধে গিয়েছিল৷
ভাখদাত কারাগারে আইএস জঙ্গিসহ মোট দেড় হাজার বন্দি ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ ধর্মীয় উগ্রবাদের কারণে সাজাপ্রাপ্তদেরও রাখা হয় সেখানে৷ এরআগে গত নভেম্বরে আরেকটি কারাগারে এমন একটি দাঙ্গার বিষয় স্বীকার করেছিল আইএস৷ আইএস-বিরোধী যুদ্ধে তাজিকিস্তান অংশ নেওয়ায় ওই হামলার কথা বলেছিল জঙ্গি গোষ্ঠীটি৷
গত কয়েক বছরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১ হাজার তাজিক নাগরিক আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গিয়েছে বলে জানিয়েছে তাজিকিস্তানের সরকারি কর্তৃপক্ষ৷
/আরকে