দেশজুড়ে
কারণ ছাড়া বাড়ির বাইরে, শাস্তি আধা ঘন্টা রোদে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ায় অহেতুক বাইরে বের হওয়া নাগরিকদের আধা ঘন্টা ধরে রোদে বসিয়ে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে থানা পুলিশ।
আজ রবিবার দুপুরে শহরের সাতমাথা এলাকায় মোটরবাইকে কিংবা পায়ে হেঁটে বিনা প্রয়োজনে রাস্তায় নামাদের এমন শাস্তি দেন পুলিশ সদস্যরা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. বদিউজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কয়েক সপ্তাহ ধরে তারা জনসাধারণকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু এরপরও অনেকেই বিনা প্রয়োজেনে বাড়ির বাইরে আসছেন। তাই এই প্রবণতা ঠেকাতে এমন লঘু শাস্তি দিয়েছেন তারা।
ওসি জানান, রবিবার দুপুরে প্রায় দুই ঘন্টা তারা শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া নাগরিকদের সনাক্ত করেন। এসময় অহেতুক বাড়ির বাইরে বের হওয়ায় শতাধিক নাগরিককে সাতমাথা এলাকায় রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হয়।
/আরএম