দেশজুড়েপ্রধান শিরোনাম
কারওয়ান বাজারে রূপচাঁদা বলে ‘পিরানহা’ বিক্রি, র্যাবের অভিযান
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।
এতে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে রূপচাঁদা বলে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা গেছে।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করা হয়েছে। এখনো অভিযান চলছে।
এ প্রসঙ্গে সারওয়ার আলম জানান, কারওয়ান বাজারের বেশ কয়েকটি আড়তে কিছু মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
/এন এইচ