প্রধান শিরোনামবিশ্বজুড়ে
কাবুল বিমানবন্দরে আবারো ৫টি রকেট হামলা
ঢাকা অর্থনীতি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আবারো ৫টি রকেট হামলা চালানো হয়েছে।
সোমবার সকালে এই হামলা চালানো হয়। মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
কাবুলের উত্তরের একটি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। কোনো জঙ্গিগোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে, রবিবার কাবুলে আবারও ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।
পেন্টাগনের দাবি, ড্রোন হামলায় সন্দেহভাজন একজন আত্মঘাতী গাড়িবোমা হামলাকারীর মৃত্যু হয়েছে। কাবুল বিমানবন্দরের বাইরে হামলার উদ্দেশ্য ছিল তার। তবে রবিবারের ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের নয়জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্বজনরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
আফগানিস্তান থেকে বিদেশি সেনাসহ আফগানদের সরিয়ে নেয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। শেষ মুহূর্তে হামলা-পাল্টা হামলার ঘটনায় আরও বিপজ্জনক হয়ে উঠছে প্রত্যাহার প্রক্রিয়া।
বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী আইএস এর আত্মঘাতী হামলায় ১৭০ জনের মৃত্যুর পর এই অভিযান আরও বিপজ্জনক হয়ে ওঠে।
/আর এইচ এস