বিশ্বজুড়েশিক্ষা-সাহিত্য

কানাডায় স্কুলের নিচে ২১৫ শিশুর দেহাবশেষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: কানাডার পরিত্যক্ত একটি আবাসিক স্কুলের নিচে এক গণকবর থেকে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়া গেছে।
ওই শিশুরা ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। ১৯৭৮ সালে স্কুলটি বন্ধ হয়ে যায় । রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্বে স্কুলটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার কামলুপসের থেমলুপস তি সেকউইপেমক গোষ্ঠীর প্রধান এই আবিষ্কারের কথা জানান। যাদের দেহাবশেষ পাওয়া গেছে তাদের বয়স প্রায় তিন বছর ছিল।

তবে কী কারণে এবং কখন তারা মারা গিয়েছিল তা এখনও জানা যায়নি। কানাডায় সেসময় আদিবাসী শিশুদের তাদের বাড়ি ও সম্প্রদায়ের কাছ থেকে জোর করে এসব স্কুলে নেয়া হতো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে দেশের ইতিহাসের লজ্জাজনক অধ্যায়ের বেদনাদায়ক স্মৃতি বলে অভিহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close