শিক্ষা-সাহিত্য
কানাডায় ভারতীয় শতাধিক শিক্ষার্থীকে বহিস্কৃত
ঢাকা অর্থনীতি ডেস্ক: গতকাল রোববার টরন্টো থেকে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে। তার প্রায় সবাই ভারতীয় পাঞ্জাব অঞ্চলের শিক্ষার্থী। জানা গেছে, এদের সবার আইইএলটিএস (IELTS) নকল। তারা এজেন্সির মাধ্যমে আইইএলটিএস জালিয়াতি করে টরন্টোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলো। পরে তদন্তের মাধম্যে আইইএলটিএসের এই ভূয়া সার্টিফিকেট ধরা পরে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাঞ্জাব থেকে স্রোতের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় আসছে।
এদিকে কদিন আগে পিয়ারসন বিমান বন্দরে কানাডার নকল ভিসায় আগত এক ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করে।