বিশ্বজুড়ে

কানাডায় বন্দুক হামলা, নিহত ৬

ঢাকা অর্থনীতি ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের ভন শহরে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। পুলিশের পাল্টা হামলায় নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী।

ইয়র্ক পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) রাতে ভন শহরের একটি কন্ডোমিনিয়াম টাওয়ারে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন।

এমন সহিংসতা কেন ঘটল তা স্পষ্ট না হলেও ইয়র্কের আঞ্চলিক পুলিশপ্রধান জিম ম্যাকসুইন বলেছেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকধারী।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ম্যাকসুইন জানান, ওই এলাকায় হামলার আর কোনো হুমকি নেই। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কেন এ গোলাগুলির ঘটনা ঘটল তা বের করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ইয়র্কের আঞ্চলিক পুলিশপ্রধান।

Related Articles

Leave a Reply

Close
Close