প্রধান শিরোনামবিশ্বজুড়ে
‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে’: বিজেপি সাংসদ
ঢাকা অর্তনীতি ডেস্কঃ করোনা থেকে মুক্তি পাওয়া নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ভারতের একজন বিজেপি সাংসদ। রাজস্থানের বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরির দাবি, ‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে’।
সুখবীর সিং জৌনপুরি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে ওই সাংসদকেও কাদায় বসে শঙ্খ বাজাতে দেখা যাচ্ছে।
ভিডিওতে জৌনপুরি দাবি করেছেন, ‘কিডনি ও ফুসফুসের কার্যকারিতা সঠিক রাখতে শঙ্খ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। কাদায় বসে শঙ্খ বাজাতে হবে। সাইকেল চালাতে হবে। তাহলেই করোনা দূর হবে।’
সাংসদের ওই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংসদের এমন-কাণ্ডে সামাজিক মাধ্যম জুড়ে চলছে ঠাট্টা।
এর আগে ভারতের বিশ্ব হিন্দু পরিষদও প্রথমে গো-মূত্র নিয়ে প্রচার শুরু করেন। তাদের দাবি, গো-মূত্র পান করলে নাকি করোনা থেকে দূরে থাকা যাবে।
এছাড়া বিজেপি নেতাদের গো-মূত্র পানে করোনা-মুক্তির ‘উপায়’-এর কথা শুনে দেশটিতে গোবর-গো মূত্র চড়া দামে বিক্রিও শুরু হয়েছিল একাধিক রাজ্যে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল করোনা তাড়াতে ‘ভাবিজি পাঁপড়’- খাওয়ার কথা বলেছিলেন। তবে তার কয়েকদিন পরই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
/এন এইচ