দেশজুড়েপ্রধান শিরোনাম

কাতার প্রেসক্লাবের নতুন সভাপতি কাজী শামীম সম্পাদক সালাম

ঢাকা অর্থনীতি ডেস্ক:বাংলাদেশ প্রেসক্লাব কাতারের ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানী দোহা নিউ জামান রেস্টুরেন্টে নতুন কমিটি ঘোষণা করেন দায়িত্বপাপ্ত নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন মামুন।

চ্যানেল টুয়েন্টিফোরের কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীমকে সভাপতি, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে সাধারণ সম্পাদক এবং একুশে টিভি কাতার প্রতিনিধি সজল মালাকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

কমিটির অন্যরা হলেন– সহ-সভাপতি আরটিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, প্রচার সম্পাদক ৭১ বাংলা টিভি কাতার প্রতিনিধি রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকরী সদস্য মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন।

নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যে ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Close
Close