খেলাধুলা

‘কাতারে বিশ্বকাপের আয়োজন সিদ্ধান্তটাই ছিল ভুল’

ঢাকা অর্থনীতি ডেস্ক: আর মাত্র কিছুদিন পর পর্দা ওঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনসহ নানা বিতর্ক ছিল। বিশ্বকাপের একেবারে অন্তিম মুহূর্তেও থেমে নেই বিতর্ক। এরই মাঝে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার জানান, কাতারে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্তটাই ভুল ছিল।

সুইস সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, ‘ওই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাশিয়ায় ২০১৮ ও যুক্তরাষ্ট্রে ২০২২ বিশ্বকাপ আয়োজন করা হবে। এটা শান্তির প্রতি ইঙ্গিত হতো দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পরপর বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া। কাতার দেশ হিসেবে খুবই ছোট। ফুটবল এবং বিশ্বকাপ এরচেয়ে অনেক বড়।’

নানা বিতর্ককে সঙ্গী করে অবশেষে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাওয়ায় খুশি সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার। তবে কাতারে বিশ্বকাপ আয়োজন করা যে ভুল ছিল সেটি আবারও মনে করিয়ে দেন ব্লাটার।

তিনি বলেন, ‘এখন বিশ্বকাপ প্রায় শুরুর পথে। আমি খুশি যে কিছু প্রত্যাশা থাকলেও কোন ফুটবলারই বিশ্বকাপ বয়কট করেনি। আমার কাছে এটা পরিষ্কার- কাতারকে স্বাগতিক করা ভুল ছিল। পছন্দটা খারাপ ছিল।’

Related Articles

Leave a Reply

Close
Close