দেশজুড়েপ্রধান শিরোনাম

কল্যানপুর থেকে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কল্যানপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। তার নাম শামসুল আলম।

রোববার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাত দেড়টার দিকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাজেদুল ইসলাম বলেন, এর আগে গত ১৫ নভেম্বর ২০১৯ আনসার আল-ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতার সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলমকে গ্রেফতার করা হয়। তার থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাবের এ কর্মকর্তা জানান, বিগত ৫ বছর যাবত সে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। নিয়মিত হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহোচরদের সঙ্গে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তিনি আরো জানান, গ্রেফতার ওই জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহোচরদের গ্রেফতারের জন্য নজরদারি অব্যাহত রয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close