আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

কলার আড়ালে ফেনসিডিলের চালান, আশুলিয়ায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ কলার চালানের আড়ালে ফেনসিডিল পাচারের সময় ঢাকার আশুলিয়া থেকে দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রবিবার (১৩ অক্টোবর) আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১, সিপিসি ২।

আটককৃতরা হল, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোটোলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে হারুনুর রসিদ ওরফে হানিফ উদ্দিন (৪০), নাটোর জেলার সদর থানার দিঘাপতিয়ার মৃত আব্দুল জলিল খন্দকারের ছেলে মোতালেব হোসেন (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  কলার আড়ালে মাদকের চালানে ব্যবহৃত ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এছাড়া তাদের কাছ থেকে নগদ প্রায় ২৪ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন, ১টি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো- ন১৯১১৪১) ও ২টি চেক বই উদ্ধার করা হয়। চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল রাজধানীর হাজারীবাগ এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

র‍্যাব-১, সিপিসি-২ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মুহাম্মদ নাজিম উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের উদ্ধারকৃত ফেনসিডিল সহ আশুলিয়া থানায় হাজির করে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close