দেশজুড়ে
কর্মহীন মানুষের পাশে চান্দঁগাও থানা পুলিশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অন্তত ৫০০ দুস্থ, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিএমপির চান্দঁগাও থানা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাতে চান্দঁগাও থানা কম্পাউন্ডে অসহায়, গরীব ও কর্মহীন ৫০০ মানুষকে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু ও পিয়াঁজ তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম, অপারেশন অফিসার মো. নুরুল ইসলাম সহ থানার পুলিশ সদস্যরা।