দেশজুড়ে

করোনা সচেতনতায় হাত ধোয়ার জন্য রাখা সাবান চুরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ময়মনসিংহে প্রাণঘাতী করোনা ঠেকাতে হাত ধোয়ার জন্য রাখা সাবান চুরি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিভাগীয় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের গেইটে হাত ধোয়ার ব্যবস্থা করে ময়মনসিংহ সিটি করপোরেশন। করোনা ঠেকাতে সেখানে রাখা সাবান-পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়। তবে হাত ধোয়ার সাবান চুরির কারণে করোনা প্রতিরোধ কঠিন হয়ে পড়বে।

স্থানীয়রা জানান, করোনাভাইরাস ছড়ানো রোধ করতে সাবান-পানির সহায়তা হাত ধোয়ার ব্যবস্থা করেছে করপোরেশন। এখন সাবান চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন পর পানি রাখা ড্রাম চুরি হতে পারে। এতে করোনা প্রতিরোধের প্রচেষ্টা ভেস্তে যাবে। ফলে সব শ্রেণির মানুষ আক্রান্ত হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু বলেন, করোনার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে ভাইরাসটির দৌড় থামানো যাবে না। আর সাবান ভাইরাস প্রতিরোধ করে। সাবান চুরি হলে ভাইরাস দ্রুত ছড়াবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close