করোনাসাভারস্থানীয় সংবাদ
করোনা সংক্রমণ রোধে সাভারে ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে সাভারে বিভিন্ন গুরুত্ব স্থানে ও সড়কে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসুচি পালন করেছে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার ( ৩০ মার্চ) দুপুরে সাভার উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এবং সিডিডির সহযোগীতায় আয়োজিত এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পারভেজুর রহমান।
পরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ সচেতনতামুলক কর্মসূচি পালন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেনের নেতৃত্বে করোনা মোকাবিলায় স্থানীয়দের সচেতন করার পাশাপাশি জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা পারভেজুর রহমান জানান জনগনকে সচেতন করতে এবং করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভিডিও দেখুন: