দেশজুড়েপ্রধান শিরোনাম
করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৩১৯, একজনের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৯ জনে। এছাড়া গেল একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের।
গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা এক হাজার ৩১৯ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এছাড়া গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। আর এ পর্যন্ত দেশে মহামারি শুরুর পর থেকে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। এদিকে, করোনা আক্রান্তের পর নতুন করে ১২৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার ২৩২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসের ওমিক্রনের প্রকোপ কমে আসায় মাঝে ২০ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। তবে, করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আবার প্রতিনিয়তই করোনায় মৃত্যু হচ্ছে। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে, ১১৩৫ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যুর খবর জানানো হয়। আর গতকাল যেখানে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ ছিল, সেখানে তা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩২ শতাংশে।
২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ই আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।