করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনা যুদ্ধে শহীদ হলেন আরও এক পুলিশ সদস্য

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরেক সম্মুখযোদ্ধা। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. নঈমুল হক (৩৮)।  শনিবার (১৬ মে) একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী শুক্রবার (১৫ মে) রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৮ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Spojení O2 TV a Voyo pro novou službu Oneplay: Růst průměrné výše hypotéky v České republice Kampaň na lákání bohatých turistů: Mladí lidé sní Klima v České republice: Predikce Spojení O2 TV a Voyo pro Růst průměrné výše hypotéky Kampaň na lákání bohatých turistů: Praha investuje 22 milionů Je mu 21 let a Obyvatelé bytu dotují život tech, který v domě bydlí. Města Lyžařské možnosti se zužují, ale hlavní střediska jsou v Jak se stát úspěšným blogerem: Tipy a triky
Close
Close