ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন করে ১ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার।
করোনা মহামারী কালে দেশের জনগনের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে এক হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরী ভিত্তিতে স্বাস্থ্যবিভাগ এক হাজার নন ক্যাডার চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে।
এক্ষেত্রে নতুন নার্স নিয়োগের পাশাপাশি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ নার্সদের পুনরায় দায়িত্বে ফেরার অনুরোধ করবে স্বাস্থ্যবিভাগ। জনগনের চিকিৎসা সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে গৃহিত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা হবে।
/আরএম