ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা আক্রান্তদের চিকিৎসার সাহায্যে বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা দান করেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। এই অর্থের একটি অংশ তিনি দান করেছেন ইউনিসেফের তহবিলে এবং অপর অংশ দিয়েছেন তার বন্ধুর এক চ্যারিট্যাবল ফান্ডে। ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই, ফ্রান্স ছেড়ে নিজ দেশ ব্রাজিলে চলে আসেন নেইমার। এরপর থেকে কোয়ারেন্টাইনে আছেন তিনি। কিন্তু এর মধ্যেই বেশ কয়েকটি ব্রাজিলিয়ান গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এ সুপারস্টার।
সেখানেই তিনি এ অর্থ প্রদানের কথা জানান। ইউনিসেফের দূত হিসেবে দীর্ঘদিন ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিশুদের নিয়ে কাজ করছেন নেইমার।
এবার তারই অংশ হিসেবে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বিশাল পরিমাণ অর্থ সাহায্য দিলেন। ইতোমধ্যে নেইমারের ক্লাব পিএসজি ছাড়াও বিভিন্ন ফুটবল তারকা অর্থ সাহায্য দিয়েছেন।
/এন এইচ