প্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনা মহামারিতে সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে অস্থির গোটা বিশ্ব। বিশ্বের অনেক দেশেই ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যখাত। তবে এই মহামারির মধ্যেই বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র‌্যাংকিংয়ে নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি।

গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র‍্যাংকিং চালু করে ব্লুমবার্গ। করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ তা প্রকাশ করতেই এটি চালু করে বিশ্বখ্যাত এই সাময়িকীটি। প্রতিমাসে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে।

সাম্প্রতিক র‍্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে স্থানীয়ভাবে সংক্রমণ শূন্যতে নেমে এসেছে। আর ইতোমধ্যেই দেশটির এক পঞ্চমাংশ মানুষ টিকা নিয়ে ফেলেছে।

ব্লুমবার্গ বলছে, র‍্যাংকিংয়ের শীর্ষ তিন দেশ সিঙ্গাপুর, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যেই নিজ দেশের জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ভ্রমণ বাদে প্রাক-মহামারি সময়ের মতো জীবনযাপন করতে দিতে সক্ষম হয়েছে। এর ফলে ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কাও ঠেকানো গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

র‌্যাংকিংয়ে স্থান পাওয়া ৫৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩০তম। বাংলাদেশের অবস্থান ৪১তম। আর সবচেয়ে নিচে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ব্রাজিল। সূত্র: জি নিউজ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Neobyčajný optický Ako odstrániť plesne v práčke: Jednoduchý Výzva pre sokolí zrak: nájdite Ostřelovačské videnie: Objavte 7 jednoduchých a lacných spôsobov čistenia rukoväte na sporáku pomocou Len 1 % ľudí zvládne túto Vyzývajúca úloha: Nájdite nožnice na obrázku za 8 sekúnd! Ako správne konzumovať persimóny: so šupkou alebo bez nej? Rozhodnite sa Porovnanie dvoch čistiacich prostriedkov: "Odstránenie zhlukov a obnovenie objemu: Ako riešiť nakopnutie Aký ste človek podľa vášho prvého vnímania: Geniálny zlodej: hádanka, Chyby, ktoré robia turisti pri grilovaní kebabu na Kde sa ukrýva panda: Záhadná hra: Nájdi psa v parku za 7 Ako sa zbaviť nepríjemného zápachu
Close
Close